Tuesday, September 5, 2017

যবে থেকে চেতনা জেগেছে, সেই মুহূর্ত থেকে শেখার শুরু। মা বাবা ও শ্রদ্ধেয় শিক্ষকেরা যে শিক্ষার হাতেখড়ি দিয়েছেন, তার পর থেকে প্রতি পদক্ষেপে ছোট বড় নানান পরিস্থিতির মাধ্যমে তা বাহিত হয়ে চলেছে রক্তের মধ্যে দিয়ে। আজও সেই বহমান ধারার একটি অতি অকিঞ্চিৎকর জলবিন্দু হয়ে আহরণ করে চলেছি, তবু কতটা আত্তীকরণ করতে পেরেছি জানি না, শুধু আত্মস্থ করার প্রয়াস জারি রয়েছে প্রতিক্ষণ। যত কঠিন আঘাত এসেছে, পথ চলতে ঠোক্কর খাওয়ার প্রত্যেকটা পাথর, তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ ও প্রণিপাত রেখে যাই - তোমরা ছিলে বলেই আজ এতদূর এসে খানিকটা মাথা উঁচু করে তবু দাঁড়িয়ে থাকা ঋজু মেরুদন্ড নিয়ে। আরো ঋদ্ধ কোরো, জয় করবার শক্তি দিও, আমার ছাত্রাবস্থা যেন অশেষ হবার সারল্য ও সততা নিয়ে সজীব থাকে আজীবন।